ম্যাডক্স স্কোয়ার। আমার একটা প্রিয় জায়গা। ভবানীপুরে তখন ভারতী সিনেমার পাশের গলিতে থাকতাম। সেন্ট লরেন্স স্কুলটা এই পার্কের খুবই কাছে। স্কুলের মাঠে বিকেলে ফুটবল খেলতে যেতাম। মাইকেল দা ছিল ফুটবলের কোচ। এই যাওয়ার জন্য ম্যাডক্স স্কোয়ার পার্কের সাথে পরিচয়। পাড়াটা ছিল বেশ। বাড়িগুলো ছিল বেশ সুন্দর। পার্কের চারিদিকের রাস্তাগুলো একটু খালি খালি এবং পরিষ্কার। আর “ম্যাডক্স” নামটাও বেশ সাহেবী। সেও নিশ্চই কোনও সাহেবের নামে। ম্যাডক্স স্কোয়ারের প্রেমে পড়লাম দুর্গা পুজোর সময়। পার্কের মাঝখানে পুজো। চারিদিকে কত খাবারের স্টল। হাতে টানা নাগরদোলা, ফুচকা, বেলুন। মেলা যাকে বলে। আমাদের পাড়ার পুজোতে এসবের বালাই নেই। লোকের মেলা, কিন্তু প্রাণের স্পন্দন নেই।